• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

করোনা সংক্রমণ ঠেকাতে ১০ হাজার মাস্ক দিল প্রশাসন

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

ভারতের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের বিরামপুরে বৈশ্বিক করোনা মহামারির সংক্রমণ ঠেকাতে এক দিনে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে পৌর শহরের ঢাকামোড়সহ উপজেলার ৩০টি স্থানে একযোগে মাসিক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পৌর মেয়র আক্কাস আলী, স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার শাহরিয়ার ফেরদৌস হিমেল, থানার ওসি সুমন কুমার মহন্ত উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলাটি ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই এলাকার মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিরামপুর উপজেলায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। গত এক সপ্তাহে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩৯ জন রোগী রয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –