• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

করোনামুক্ত দিনাজপুরের ৭ উপজেলা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

প্রাণঘাতি করোনাভাইরাস মুক্ত হয়েছে দিনাজপুরের সাত উপজেলা। জেলার বাকি ছয়টি উপজেলায় সংক্রমনের হার কমেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলার তিন জনের নমুনা পজিটিভ এসেছে। দিনাজপুরে করোনায় আক্রান্তের হার দিন দিন কমছে ও সুস্থ্যতার সংখ্যা বাড়ছে।’

সিভিল সার্জন জানান, ‘জেলার বিরামপুর, চিরিরবন্দর, ফুলবাড়ী, ঘোড়াঘাট, হাকিমপুর, খানসামা ও নবাবগঞ্জ করোনা মুক্ত হয়েছে। অপর ছয় উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে।’

জেলার বিরল উপজেলায় একজন, বীরগঞ্জ উপজেলায় দুইজন, বোচাগঞ্জ উপজেলায় একজন, দিনাজপুর সদর উপজেলায় নয় জন, কাহারোল উপজেলায় একজন ও পার্বতীপুর উপজেলায় দুইজন করোনা আক্রান্ত রোগী রয়েছে বলেও জানান তিনি।

জেলায় এখন পর্যন্ত চার হাজার ৬৯৮ জন আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছেন চার হাজার ৫৮২ জন রোগী। এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।

সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, ‘গত রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৩৮ বুথে টিকা দেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, শুরুতে করোনা সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণের বাইরে থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক নির্দেশনায় আমরা দিনাজপুরে করোনার সংক্রমণ অনেকটা কমিয়ে এনেছি। খুব দ্রুতই আমরা দিনাজপুর জেলাকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করতে পারব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –