• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

খানসামায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

 
দিনাজপুরের খানসামায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের তিনটি ঘর, একটি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মো. ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতির কথা স্বীকার করে ফারুক বলেন, আগুনে আমার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে? আল্লাহ ভালো জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগুনে তার তিনটি ঘর, একটি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে রওনা হই। কিন্তু যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আগুনে ওই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাকে সাধ্যমতো সহায়তা করেছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –