• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

খানসামায় চোরাই গরু উদ্ধার, আটক ১

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

চুরি যাওয়া গরু উদ্ধারসহ মো. সাজু ইসলাম নামে একজনকে আটক করেছে দিনাজপুরের খানসামায় আনসার-ভিডিপি সদস্যরা। পরে সোমবার গরুসহ আটক সাজুকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটক মো. সাজু ইসলাম (২০) বীরগঞ্জ উপজেলার বড় বোচাপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা ও আনসার-ভিডিপি জানায়, গত রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এ সংবাদ পেয়ে ইউনিয়ন লিডার মহাদেব রায়, ভিডিপি সদস্য আ. হান্নান ও জিকরুল হকসহ কয়েকজন সদস্য উদ্ধার অভিযান চালিয়ে সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার জয়গঞ্জ খেয়াঘাটের মাঝখান থেকে গরুসহ মো. সাজু ইসলাম নামে এক জনকে আটক করে। 

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী পিভিএম'র দিক নির্দেশনায় সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।

খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, গভীর রাতে আনসার-ভিডিপির সহায়তায় গরুসহ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চোরকে আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু সংক্রান্ত আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –