• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

গোডাউনের পাশে পড়ে ছিল এক বস্তা নতুন বই

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের খানসামায় মাধ্যমিকের ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে খানসামা এলএসডি গোডাউনের পাশ থেকে চুরি হয়ে যাওয়া বইগুলো উদ্ধার করা হয়।

এরআগে খানসামা উপজেলা মাধ্যমিক অফিসের গোডাউন হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে এক বস্তা নতুন বই চুরি হয়ে যায়।

এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) হিসাবরক্ষক আবু হেনা মোস্তফা কামাল শাহীন বাদী হয়ে খানসামা থানায় মামলা করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আবু হেনা মোস্তফা কামাল শাহীন বলেন, মঙ্গলবার রাতে খানসামা এলএসডি গোডাউনের পাশে একটি বস্তা দেখতে পেয়ে ইউপি মেম্বার এনামুল হককে খবর দেন স্থানীয়রা। পরে বস্তাটি ইউএনও কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ইউএনও বস্তাটি মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠান। তারা বস্তা খুলে দেখেন জাতীয় শিক্ষাবোর্ডের ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী ৩২টি, বিজ্ঞান অনুসন্ধানী ১৫টি, বিজ্ঞান অনুশীলন ৪৭টি, হিন্দুধর্ম শিক্ষা ৪২টি, ডিজিটাল প্রযুক্তি ১৪টি, জীবন ও জীবিকা একটি এবং একটি ইংরেজিসহ মোট ১৫২টি বই রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার এনামুল হক বলেন, আমি একটি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, চুরি হওয়া এক বস্তা বই স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন বলেন, বইগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –