• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২  

দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

 সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় উপজেলা প্রসাশন, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপজেলা পরিষদ মাঠে সুনীল আকাশে শান্তির পায়রা অবমুক্ত করা সহ পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির।

শেষে অতিথিগণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মানি ভাতা বাড়ানোসহ মেডিকেল ভাতা দাবি করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –