• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দরে ক্যান্সার, লিভার সিরোসিস আক্রান্তদের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সম্মেলন কক্ষে চিরিরবন্দর উপজেলার প্রসাশনের আয়োজনে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, স্টোক ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় জনাব এ কে এম শরীফুল ইসলাম নির্বাহী কর্মকর্তা চিরিরবন্দর উপজেলা এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান মাহমুদ আলী এমপি ও সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন-
রুনাল্ট চাকমা, ভূমি কর্মকর্তা, চিরিরবন্দর উপজেলা দিনাজপুর।
মোহাম্মদ শিবলীজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা চিরিরবন্দর উপজেলা দিনাজপুর।
সুনীল কুমার সাহা,সভাপতি আওয়ামীলীগ চিরিরবন্দর উপজেলা দিনাজপুর।
মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ খানসামা উপজেলা ও চেয়ারম্যান দিনাজপুর।
সাইফুল ইসলাম সভাপতি, আওয়ামী লীগ খানসামা উপজেলা দিনাজপুর।
মোঃ আব্দুল আলীম সরকার, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা সহ উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরিয়াসিস, স্টোক জনিত ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের নেতা কর্মীগণ।

প্রধান অতিথি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,স্টোক ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আওতায়  আর্থিক সহায়তার ৯৪ জন ব্যাক্তিবর্গকে ৫০হাজার টাকা করে মোট ৪৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ও দেশ গড়ার জন্য ভুক্তভোগীদের কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –