• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দরে বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

চিরিরবন্দরে বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা                 
অবৈধভাবে সার মজুদ করে রাখা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর। 

গতকাল মঙ্গলবার উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের আরিফুল ইসলামকে ২০ হাজার ও একরামুল হককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সারের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত বিভিন্ন বাজার তদারকি করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –