• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

টানা চার বছর চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ

প্রকাশিত: ১২ জুন ২০২২  

চাল উৎপাদনে এবারও বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ টানা চার বছর তৃতীয় স্থান ধরে রাখল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ‘ফুড আউটলুক-জুন ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এফএও পূর্বাভাস দিয়েছে যে, চলতি বছর বাংলাদেশে ৩ কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েকটি দুর্যোগ মোকাবিলা করেও ২০১৯ সালে ৩ কোটি ৬৫ লাখ টন চাল উৎপাদন করে বাংলাদেশ। ঐ বছর প্রথমবারের মতো বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে। 

এদিকে ২০২০ সালে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎপাদনের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকে। ঐ বছর উৎপাদিত হয় ৩ কোটি ৭৪ লাখ টন চাল। 

এছাড়া ২০২১ সালেও বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রাখে। ঐ বছর বাংলাদেশে চাল উৎপাদন বাড়ে ৩ কোটি ৭৮ লাখ টন। এ বছর উৎপাদন ৬ লাখ টন বেড়ে ৩ কোটি ৮৪ লাখ টনে দাঁড়াতে পারে। এ হিসেবে গত বছরের তুলনায় বাংলাদেশে চাল উৎপাদন ১ দশমিক ৪ শতাংশ বাড়বে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর উৎপাদনে শীর্ষে থাকবে চীন। দ্বিতীয় অবস্থানে থাকবে প্রতিবেশী দেশ ভারত। আর ইন্দোনেশিয়া থাকবে বাংলাদেশের পরে, অর্থাৎ চতুর্থ অবস্থানে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –