• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চাল, ধান, গবাদিপশুসহ মুহূর্তেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও কোনো কিছুই রক্ষা করা যায়নি। সব হারিয়ে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের ধিরেন চন্দ্র, গণেশ চন্দ্র, লাল বাবু, মতি চন্দ্র, বাবু রামরাই ও জামিনী চন্দ্র জানান, ২১টি গরু ও ছাগল আগুনে পুড়ে ছাই হয়েছে। পুড়ে গেছে বসতভিটাসহ ঘরের ভেতরে থাকা সব কিছু। এ অবস্থায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে। অভাবের সংসার সব হারিয়ে এখন নিঃস্ব তারা। প্রশাসনের সহযোগিতা জরুরি হয়ে পড়েছে। তা না হলে শিশু সন্তানদের নিয়ে অনাহারে জীবনযাপন করতে হবে। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঘটনাস্থল পরির্দশন করে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল, চাল ও অল্প কিছু অর্থ ও টিন দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য সহযোগিতা করা হবে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –