• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

ঠাকুরগাঁওয়ে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া।

শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রিয়াজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ লাগে। এ সময় রয়েল বড়ুয়া মারপিট থামাতে এগিয়ে গেলে তার বুকের বাম অংশে ছুরিকাঘাত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, পেটের বাম পাশে ছুরি দিয়ে সোজাভাবে আঘাত করা হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় রিয়াজ (১৭) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত অন্য সব দোষীদের আইনের আওতায় আনা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –