• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানিকৃত কাঁচা মরিচ। এর আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও একদিনের ব্যবধানে বর্তমানে তা ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

শুক্রবার হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। ঈদের কারণে টানা পাঁচদিন বন্ধের কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যায়।  

কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন জানান, ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহ কমায় ভারতেই কাঁচা মরিচের দাম বাড়তির দিকে রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –