• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: নিহত ১

প্রকাশিত: ১২ জুন ২০২০  

দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ গ্রামের চেহেলগাজী বাজার এলাকায় ১০ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাফিয়ার রহমান আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের এক ছেলে দুই ভাতিজাসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার ফজলুর রহমান, তার ছেলে আশরাফুল, স্ত্রী রাহেনা, মেয়ে ফাহিমা জান্নাত ও আফজাল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করেছে খানসামা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে লাঠালাঠির ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় সাফিয়ার রহমানকে পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। এরইমধ্যে মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –