• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে জ্বর-সর্দিতে প্রবাসীর কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

দিনাজপুরের বিরামপুরে ফরহাদ হোসেন অর্পি ওরফে তাহের উদ্দিন নামে করোনা সন্দেহভাজন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। নিহত তাহেরউদ্দিন জেলার বিরামপুর উপজেলার জজবানী ইউপির তফসি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, তাহের উদ্দিন সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কাজ  করতেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। আমরা ঢাকায় আইসিইডিআরের কাছে বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। 

এছাড়া তাহের উদ্দিনের পরিবারকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আমরা তাহের উদ্দিনের বসবাসরত পুরো গ্রামটিকে কোয়ারেন্টাইনের আওতায় নেয়ার চিন্তা করছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –