• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে টয়লেটের কুপ খননকালে গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির টয়লেট নির্মাণের জন্য কুপ খননকালে মাটির নিচ থেকে মুক্তিযুদ্ধার সময়কার একটি গ্রেনেড পাওয়া গেছে।

গ্রেনেডটি শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল নিস্ক্রিয় করেছে।

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মমিনুজ্জামান বলেন, বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার হেলেঞ্চা গ্রামের মৃত আতোয়ার সরকারের ছেলে মহারাজ সরকারের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য কুপ খননের সময় মাটির নিচ থেকে ওই  গ্রেনেডটি পাওয়া যায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের কাছ থেকে স্থানীয়দের নিরাপদ দুরুত্বে নেয় এবং গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে সংবাদ পাঠানো হয়।

শুক্রবার বিকেলে ডিএমপির কাউন্টার টেররিজমের বোমা ডিসপোজাল ইউনিটের ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে আসেন এবং গ্রেনেডটি সক্রীয় থাকায় লোকালয় থেকে দূরে ধানের জমির মাঠে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংম করেন।

তিনি বলেন, গ্রেনেডটি দেখে ধারণা করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে গ্রেনেডটি কেউ মাটির নিচে পুতে রেখেছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –