• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বাঁধ ভাঙা নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যানের ভিতরে আশুড়ার বিলের ভাটির দিকে সরকারিভাবে স্থাপন করা বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকার শত শত নারী পূরুষ দলবদ্ধ হয়ে এসে ওই বাঁধের কিছু অংশ ভেঙে দেয়। 

তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই বিলের ধারে জমি চাষাবাদ করে আসছিল। এমনকি কয়েক বছর তারা সরকারকে খাজনাও পরিশোধ করেছে। এখন আর তাদের নিকট খাজনা নেয়া হয়না। বাঁধের কারণে পানি জমে থাকায় তারা জমি চাষাবাদ করতে পারছে না। তাই তারা বাঁধ ভেঙে দিচ্ছে। 

সরকারি জায়গা হিসাবে ওইসব উত্তেজিত জনতার বাঁধ ভাঙা ঠেকাতে সেখানে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন উপস্থিত হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান রহমান বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দিলে উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন। 

অপর দিকে বাঁধ ভাঙার কারণে বিলের বাঁধের ভাটির দিকে করতোয়া নদীর তীরে বপন করা শত শত কৃষকের বোরো বীজ পানিতে তলিয়ে গেছে। বীজ পানিতে তলিয়ে যাওয়ায় তাদের এবারে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজের দাবী। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সব কৃষক ক্ষতি পুরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিবেন বলেও তিনি জানান। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –