• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

দিনাজপুরের ফুলাবড়ী উপজেলায় একটি ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বেজাই মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আফসার আলী ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, আফসার আলী অসতর্কভাবে বেজাই মোড়ের সড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের যাত্রী ও ভ্যানচালক আফসার আলী আহত হন। বাস দুটি থেকে প্রায় ৫৫ জনকে উদ্ধার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে আফসার আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ভার্সিটি ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –