• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বিভিন্ন খেলা শেষে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে বিভিন্ন খেলা শেষে পুরস্কার বিতরণ                            
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে ধরে রাখতে দিনাজপুর সদরের মহররমপুরে বিভিন্ন গ্রামবাংলার খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে এইসব খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী খেলার মধ্যে ছিল দৌড়, কাবাডি, চেয়ার খেলা, হাড়িভাঙ্গা, বালিশ চালানো, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।   

মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির মহররমপুরে মহরমপুরে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওইসব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আউলিয়াপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেরেকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক সদস্য দীপেশ চন্দ্রশীল, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ রায়, আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –