• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় চাচা গ্রেফতার

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দরে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় তার চাচা মহসিন আলীকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতদিন পর ঘটনা জানাজানি হলে গত শনিবার ভুক্তভোগী শিশুর বাবা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ওই শিশুর বাবার চাচাতো ভাই মহসিন আলী তাকে গুল আনার জন্য ঘরে ডাকেন। এ সময় তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন মহসিন। বিষয়টি কাউকে না জানাতে ভয়ও দেখান। প্রথমে না জানালেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি মাকে জানায়।

ওই শিশুকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন- মামলার পরেই অভিযুক্তকে গ্রেফতার করায় আমরা সন্তুষ্ট। দ্রুত দোষীর কঠিন শাস্তির দাবি জানান তিনি। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, মামলার পর তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন- বর্তমান সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। নারী ও শিশুদের প্রতি ধর্ষণ-নির্যাতন বন্ধে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে সরকার বলেও জানান তিনি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –