• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে শেষ হলো গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে শেষ হলো গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ শীর্ষক প্রশিক্ষণ               
দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এর আয়োজনে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সহযোগীতায় এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সম্মানিত অতিথি ছিলেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব অধ্যাপক মো. জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। সভাপতির দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান অধ্যাপকজ মো. কামরুল ইসলাম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –