• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ১৭৫ অসহায় নারীর মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৭৫ জন হতদরিদ্র নারীর মাঝে মোবাইল ফোনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম কর্মকর্তা সান্তানন সিংহ রায়ের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, রামেশ্বরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।

নগদ টাকা পেয়ে একজন সুবিধাভোগী জানান- করোনায় অসহায় হয়ে পড়ে রয়েছি জেনে আমাকে অর্থের প্রদান করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেই চলেছেন। করোনার শুরু থেকে সরকারের দেয়া ত্রাণ এবং নগদ ২৫০০টাকা পেয়েছি। সরকার আমাদের মতো অসহায়দের সহযোগিতা করেছেন বলেই মহামারীতে অনেকটা কষ্ট লাঘব হয়েছে। এসময় বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –