• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্তের হার ৫০%

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৯ নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩০৭ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩৮৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –