• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের আইডিয়াল স্কুলে শতভাগ জিপিএ-৫

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের সকল পরীক্ষার্থী জি‌পিএ-৫ পেয়েছেন। এবার ১৭৭ জন্য শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে শুক্রবার (২৮ জুলাই) সকালে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। স্কুলের এরকম ধারাবা‌হিক ফলাফলে আনন্দিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫। চলতি বছর দিনাজপুর বোর্ডে পাস করেছেন ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। আর চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪১০ জন। গত বছর পেয়েছিলেন ২৫ হাজার ৫৮৬ জন। এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার দুই হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট দুই লাখ দুই হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন এক লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –