• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’ ঈদগাহ ময়দানে হচ্ছে না জামাত

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবারের ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও এ ময়দানে জামাত হচ্ছে না। গত চার বছর ধরে এ ময়দানে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করতো। এতে মুসল্লিদের অনেকে দুঃখ পেলেও তাদের আল্লাহর কাছে একটাই প্রার্থনা করোনা মহামারি থেকে মানুষ যেন মুক্তি পান।

সরকারিভাবে নির্দেশনা পাওয়ার পর গত ঈদুল ফিতরের ঈদ জামাত ‘গোর এ শহীদ’ বড় ময়দানে হয়নি। এবার কোরবানির ঈদের জামাত হচ্ছে না।

ঈদগাহ বস্তি এলাকার আব্দুস সালাম বলেন, গত কয়েক বছর ধরেই লাখো মুসল্লির সঙ্গে এখানে নামাজ আদায় করি। তবে এবার করোনার কারণে তা হবে না।

মুসল্লি শফি উদ্দিন বলেন, মাঠে একসঙ্গে নামাজ আদায় করা আনন্দের একটি অংশ। এবার তা হচ্ছে না। তবে সবাই যেন করোনা থেকে মুক্ত থাকেন এ কামনা করি।

দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বলেন, সরকারের নির্দেশনা মতে কোনো উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। সেই কারণে ‘গোড়-এ শহীদ’ ময়দানে ঈদের জামাত হচ্ছে না। প্রতিটি মসজিদে তিনটি করে ঈদের জামাত হওয়ার জন্য সবাই একমত হয়েছেন।

তিনি বলেন, পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে সেখানে নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –