• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে আটক কষ্টি পাথরের মূর্তি কান্তনগর জাদুঘরে হস্তান্তর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

পঞ্চগড়ে গত বছরে বিজিবির হাতে আটক কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের প্রতিনিধি হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করেন ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল খন্দকার আনিসুর রহমান। 

কষ্টি পাথরে দণ্ডায়মান মনসা দেবীর এই মূর্তিটি এখন কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে দেখতে পাবেন দর্শনার্থীরা।

২০১৯ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মীরগড় বোদাপাড়া সীমান্ত এলাকায় ১৫ কেজি ওজনের ওই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে বিজিবির টহলরত সদস্যরা। ধারণা করা হচ্ছে মূর্তিটি পাচারের চেষ্টা করা হয়েছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –