• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ট্রেনের টয়লেট থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১৭ মে ২০২২  

পঞ্চগড়ে ট্রেনের টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম আব্দুল আজিজ শেখ (৭৪)। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল আজিজের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লক্ষনদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আমীর উদ্দিন শেখের ছেলে। 

পঞ্চগড় সদর থানা পুলিশ ও তার পরিবার জানায়, ঢাকা থেকে গতকাল সোমবার রাতে দ্রুতযান এক্সপ্রেসে ফুলবাড়ির উদ্দেশে রওয়ানা হন আব্দুল আজিজ। মূলত মুক্তিযোদ্ধার ভাতা সংক্রান্ত কাজের জন্য ফুলবাড়িতে রওনা দেন তিনি। সকালে রেল পুলিশের মাধ্যমে ট্রেনে মরদেহের খবর পায় পঞ্চগড় সদর থানা পুলিশ। তাৎক্ষনিক রেল স্টেশনে গিয়ে তারা দেখতে পান ট্রেনের টয়লেটে মরদেহ পড়ে আছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কীভাবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মৃত আব্দুল আজিজের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। তবে রেল পুলিশ ধারনা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে  আব্দুল আজিজ নামের ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –