• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পীরগাছায় এক পরিবারের সর্বস্ব লুট করেছে প্রতারক চক্র

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

রংপুরের পীরগাছার প্রত্যন্ত অঞ্চলে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একটি পরিবারের সর্বস্ব লুট করেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কান্দি ইউনিয়নের দালালীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোহাম্মদ আলীসহ পরিবারের পাঁচ সদস্য রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তিনটি দরজা ভেঙে ঘরে থাকা স্টিলের আলমারি আঙ্গিনায় বের করে আনে। পরে তারা আলমারি ভেঙে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয়দের ধারণা, নলকূপের পানিতে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। রাতে সেই পানি পান করে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। পরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সর্বস্ব লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল তদন্তে আসা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –