• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু একটি সংগ্রাম ও প্রেরণার নাম: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একটি সংগ্রাম, একটি শক্তি, উন্নয়ন, প্রেরণা ও স্বপ্নের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রোববার বাংলামটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ মেরিটাইম  সেক্টরের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশ মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনাকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। সারা দুনিয়ার মুক্তিকামী জনতার জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করে সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম স্বাগত বক্তব্য রাখেন। 

এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –