• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। করোনার ভেতর যেখানে অনেক উন্নত দেশের অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেখানে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। করোনার ভেতর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার সঠিক পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনি কলের আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আখ চাষিদের বকেয়া অল্প সময়ের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা করা হবে। চিনিশিল্পকে বাঁচাতে হলে আখের চাষ বাড়াতে হবে। লেট প্লান্টেশনের মাধ্যমে হলেও আখের চাষ বাড়িয়ে মিলের চাহিদা পূরণ করতে হবে। তা না হলে আমাদের শত ইচ্ছে থাকলেও মিলকে রক্ষা করা যাবে না। আখের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলের অফিসার এবং মাঠকর্মীদের আরো বেশি মাঠের কাজের প্রতি মনোনিবেশ করার তাগিদ দেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, সারা দেশে তিনটি সুগার মিল টিকে থাকলেও তাতে জিলবাংলা সুগার মিলের নাম থাকবে।

জিলবাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহাব্বত কবির, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, চাষি কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিবলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, আখচাষি কল্যাণ সমিতির সদস্য ও সাংবাদিক তারেক মাহমুদ, আখচাষি নেতা দলিলুর রহমানসহ অন্যান্যরা।

এর আগে জিল বাংলা সুগার মিলে এসে পৌঁছলে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জিল বাংলা চিনি কলের আখচাষি কল্যাণ সমিতির সভাপতি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –