• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বাড়ছে কাঁচামরিচের আমদানি, কমছে দাম

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচামরিচের আমদানি। ফলে কমতে শুরু করেছে দামও। গত চারদিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা এবং খুচরা বাজারে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, চলমান ধর্মঘটে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় দামে প্রভাব পড়েছিল। আমদানি স্বাভাবিক হওয়ায় দাম আবারো কমতে শুরু করেছে।

হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি বন্দর দিয়ে গত কয়েক দিনের তুলনায় কাঁচামরিচ আমদানি বেড়েছে। গত তিন দিনে বন্দর দিয়ে ২০ ট্রাকে করে ১৬১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

হিলি বাজারের কাঁচামরিচ আড়তদার মিথুন হোসেন বলেন, বাজারের আড়তগুলোতে চাহিদা মতো কাঁচামরিচ আমদানি হচ্ছে। ফলে গত কয়েক দিনের তুলনায় দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে গেছে।

মরিচ ক্রেতা সোহেল রানা বলেন, বাজারের সব পণ্যের দামই বেশি। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। কেজিতে আরও ২৫ থেকে ৩০ টাকা কম হলে ভালো হতো।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, সারাদেশে পরিবহন ধর্মঘট চলার কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কিছুটা কমে গিয়েছিল। ফলে বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছিল। এখন আমদানি দিন দিন স্বাভাবিক হচ্ছে দামও কমে যাবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –