• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মা মারা গেছেন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের রত্নগর্ভা মা নাজমা রহিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাজমা রহিম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক এমপি এম আব্দুর রহিমের সহধর্মিণী ছিলেন। 

বুধবার বিকেল ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা রহিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, কন্যা ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন, নাতি-নাতনি, শুভাকাঙ্খী রেখে গেছেন। 

নাজমা রহিমের প্রথম জানাজা বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ২ টায় গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থারে তাকে দাফন করা হবে। নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননায় ভূষিত হন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –