• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিজয় দিবসে ঠাকুরগাঁও শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে বিএনপি নেতারা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

মহান বিজয় দিবসে পায়ে জুতা পরিহিত অবস্থায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়সাল আমিন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালের এমন কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর সমালোচনার ঝড় তুলেছে সচেতন তরুণ সমাজ। অন্য আরেকটি ছবিতে কয়েকজনকে জুতা পায়ে স্মৃতিস্তম্ভের বেদীতে উঠতে দেখা গেছে।  

ঠাকুরগাঁওয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি তার ফেসবুক টাইমলাইনে ছবিগুলো আপলোড করে লিখেছেন ‘বিজয় দিবসে ঠাকুরগাঁও বিএনপি নেতারা জুতা পায়ে শহীদ বেদীতে, কী সেলুকাস!’

সাবেক এই ছাত্রনেতার স্ট্যাটাসের নিচে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। আলমগীর হোসাইন রনি নামে একজন কমেন্টে লিখেছেন ‘খুবই দুঃখজনক’। 

জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন স্বপন কমেন্ট করেছেন বিষয়টি দুঃখজনক।

জেলা ছাত্রলীগের সহসভাপতি মানিক আলী (মনিরুজ্জামান মানিক) কমেন্টে বলেছেন ‘দুঃখজনক! তাহলে এখান থেকে কী শিখলেন আপনারা’। প্রিতম দেব লিখেছেন ‘বড়দের থেকে আমরা কী শিখব?’    

এ আর অনিক ও সোহেল সরকার নামে দুজন ফেসবুক ব্যবহারকারী বিষয়টি ধিক্কার জানিয়ে কমেন্ট করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –