• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিরামপুরে আগাম জাতের আমন কাটা শুরু

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

বিরামপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। অন্যদিকে বাজারে ধানের মূল্য ভালো থাকায় ও খড় বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।

কৃষক রাজু আহম্মেদ জানান, চার বিঘা জমিতে হিরা-২ জাতের আমন রোপণ করে বিঘাপ্রতি ১৮-২০ মণ ফলন পেয়েছেন।

বুলবুল হোসেন জানান, ধানি গোল্ড জাতের আমন রোপণ করে বিঘাপ্রতি ২২-২৪ মণ হারে ফলন পেয়েছেন। বাজারে প্রতি মণ কাঁচা ধান ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বিরামপুরে ১৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়। এ পর্যন্ত প্রায় ৪০০ বিঘা জমির ধান কাটা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –