• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বিরামপুরে বৃদ্ধ ভ্যানচালককে পিটিয়ে হত্যা করলেন নারীরা!

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় ভ্যানচালক বৃদ্ধ কোবাদ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নারীদের বিরুদ্ধে। বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে আপন খালা, খালাতো বোনসহ সঙ্গীরা একজোট হয়ে বৃহস্পতিবার দুপুরে কোবাদ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যা করেন।

মৃত কোবাদ হোসেন পূর্বপাড়া মহল্লার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির জায়গা নিয়ে কোবাদ হোসেনের সাথে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত তিনজনসহ তাদের বাড়ির আরও কয়েকজন মিলে কোবাদ হোসেনকে বেধড়ক মারপিট শুরু করে। জানের ভয়ে কোবাদ পার্শ্ববর্তী তৈয়ব আলীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়েও প্রতিপক্ষরা কিল-ঘুসি ও বাঁশ-কাঠ দিয়ে মারপিট করতে থাকেন। একপর‌্যায়ে কোবাদ নেতিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।

স্থানীয়রা কোবাদকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, মৃতের মেয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –