• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরামপুরে মদ পাচারের অভিযোগে দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বিরামপুরে মদ পাচারের অভিযোগে দুই যুবক গ্রেফতার                     
দিনাজপুরের বিরামপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ভারতীয় মদ পাচারের অভিযোগে বিপ্লব হোসেন (২৮) ও আশিকুল ইসলাম (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কাটলা ইউনিয়নের পাটনচড়া বাজারের পূর্বপাশে কাটলা আঞ্চলিক মহাসড়কে ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিপ্লব জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের আব্দুল সালামের ছেলে ও আশিকুল একই এলাকার মতিয়ার রহমানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে রাতে কাটলা আঞ্চলিক সড়কে অভিযান চালানো হয়। এসময় বিপ্লব ও আশিকুলের ইজিবাইকটি তল্লাশি করে বসার সিটের নিচে বিশেষভাবে রাখা বিভিন্ন প্রকারের তিনটি মদের বোতল এবং খোলা দুই লিটার মদ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে ওসি সুমন কুমার বলেন, ইদানীং মাদক কারবারিরা পাচারের অভিনব কৌশল ব্যবহার করছেন। তবে পুলিশ সজাগ রয়েছে। ভারতীয় মদসহ দুইজনকে আটকের পর মামলা দিয়ে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –