• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বিরামপুরে ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড়

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের বিরামপুরে ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ছুটেছেন শত শত দর্শনার্থী। সিনেমাটি দেখতে আইনসভার প্রতিনিধিসহ পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী দলের নেতাকর্মীরা এবং স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন।

বিরামপুরে ‘অবসর’ নামে একটি সিনেমা হলের মালিক নজরুল ইসলাম রাজনীতিক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। করোনা মহামরির পর থেকে সর্বাধিক দর্শক সিনেমাটি উপভোগ করেছেন বলে সিনেমা হল ম্যানেজার জানিয়েছেন।

‘অবসর’ প্রেক্ষাগৃহের ম্যানেজার তোজাম্মেল হোসেন বলেন, ‘গত ১৩ অক্টোবর থেকে সারা দেশের মতো বিরামপুর অবসর সিনেমা হলে ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শন শুরু হয়। এ পর্যন্ত দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ইউএনও নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর ও ইউনিয়নের নেতারা সদলবলে দর্শক নিয়ে সিনেমা হলে বসে মুজিব সিনেমাটি উপভোগ করেছেন। পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় সচল সিনেমা হল না থাকায় সেখানকার জনপ্রতিনিধি, নেতাকর্মীরা বিরামপুর এসে অবসর হলে সিনেমাটি উপভোগ করছেন। একইভাবে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা এবং যুব শ্রেণি ও সাধারণ দর্শক সমভাবে সিনেমাটি উপভোগ করছেন।’

সিনেমাটি দেখার সময় বিরামপুরের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বঙ্গবন্ধুর অতীত স্মৃতি মনে করে আবেগমথিত হয়ে পড়েন।

দর্শনার্থী আকরাম হোসেন বলেন, ‘সিনেমাটি দেখে আমি দেশ প্রেম ও মুজিব আদর্শে উজ্জীবিত হয়েছি এবং বাঙালি জাতির জন্য জীবন উৎসর্গকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠেছি।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –