• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে গাছ কেটে পাচারের সময় জব্দ করল প্রশাসন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

দিনাজপুর বীরগঞ্জের রাস্তার ৮০ টি গাছ কেটে পাচারের সময় স্থানীদের সহযোগিতায় গাছগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকার এ নিশ্চিত করেছেন।

উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের প্রেম বাজারের পাশে মাটির রাস্তার দু’ধারের শুক্রবার ৮০টি ইউকিলিপটাস গাছ কাটা হয়। পরে সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকার পাচারের সময় গাছগুলো জব্দ করেন।

ডালিম সরকার বলেন, কয়েক বছর আগে একটি বেসরকারী সংগঠন ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি করে প্রেমবাজারের পাশে মাটির রাস্তার দু’ধারে গাছগুলো রোপণ করে। শুক্রবার সকাল থেকে সেই সংগঠনের উপকারভোগীরা ৮০টি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যায় সেখানে গিয়ে গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে বুঝিয়ে দেই। 

বীরগঞ্জের ইউএনও আব্দুল কাদের বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে তিনি গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে বুঝিয়ে দেন। যৌথভাবে রোপণ করা গাছ কাটতে প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলো কাটছিল স্থানীয়রা। এ ব্যাপারে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

বীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত বীট কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বর্তমানে গাছগুলো আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –