• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারী আটক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

দিনাজপুরের বীরগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৭মার্চ) দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বাড়ীতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য পালিয়ে গেলেও তার দুই স্ত্রী জাহানারা বেগম (৪০) ও পারভিন বেগমকে (৩০) আটক করে পুলিশ।

পরে রাতেই আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. ফজলে এলাহী জুয়া আইন ১৮৬৭, ৩ ধারা মোতাবেক দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে জুয়া খেলার বড় ৯টি ডাব্বু, ৩০টি ডাব্বুর গুটি, জুয়া খেলার ৩টি প্লাস্টিকের বোর্ড, ৩টি ডাব্বু বানানো মেট, ১০০ গজ সাদা রংয়ের ইলেকট্রিক তার, এলইডি বৈদ্যুতিক বাল্ব একটিসহ সামিয়ানার জন্য আনুমানিক ২০ গজ কালো পলিথিন উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, উপজেলা মাদক ও জুয়া মুক্ত করতে প্রশাসনের পক্ষে অভিযান অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –