• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে নকল বিড়ি জব্দ ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

বীরগঞ্জে নকল বিড়ি জব্দ ও চার প্রতিষ্ঠানকে জরিমানা                  
দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে নকল বিড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়েছে এবং দুজন বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এছাড়াও মূল্য তালিকা না থাকায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রবিবার বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানে নকল বিড়ি পাওয়া যায়। এ অপরাধে গোলাপগঞ্জ বাজারের ঝিলিক স্টোর ও চন্দনা স্টোরকে সতর্কতামূলক মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজারে দুটি দোকানে নকল বিড়ি বিক্রি করায় জব্দ করে ধ্বংস করা হয়। এ অপরাধে ঝিলিক স্টোর ও চন্দনা স্টোরকে সতর্কতামূলক মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলোতে মূল্য নিয়ন্ত্রণে তদারকির অংশ হিসেবে গ্যাস ও চালের মূল্য তালিকা না থাকায় শ্যামল ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং চালের মূল্য তালিকা না থাকায় মোমর ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে সতর্ক করা হয় বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –