• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

প্রকাশিত: ১০ মে ২০২৩  

বীরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত                           
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে যাত্রীবাহী বাসে ধাক্কায় মো. রাশেদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম নামে ভ্যানচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মো. রাশেদুল ইসলাম (৪০) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের  মৃত আব্দুল মান্নানের ছেলে এবং ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলম একই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৬টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই মো. রাজেকুল ইসলাম জানান, কবিরাজ হাট হতে ব্যাটারীচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। পথে ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী অজ্ঞাত বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. রাশেদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়  এবং ভ্যান চালক মো. জাহাঙ্গীর আলম আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। 

বীরগঞ্জ ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো. মেরাজ আলী জানান, ঘটনাস্থলেই মো. রাশেদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন এবং ভ্যান চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –