• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জের সেই মনি-মুক্তা পেল বাইসাইকেল উপহার

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

বীরগঞ্জের সেই মনি-মুক্তা পেল বাইসাইকেল উপহার                       
বাড়ী থেকে তিন কিলোমিটার পায়ে হেটে নিয়মিত স্কুলে যাতায়াতে কষ্ট লাঘবে দেশের আলোড়িত সেই মনি ও মুক্তা পেল বাইসাইকেল। 

বাংলাদেশের চিকিৎসকদের সফলভাবে অপারেশনের মাধ্যমে আলাদা করা দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ীর সেই মনি ও মুক্তাকে বাইসাইকেল উপহার দিলেন স্থানীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপাল। 

গতকাল মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মনি ও মুক্তার হাতে এই বাইসাইকেল প্রদান করেন এমপি মনোরঞ্জনশীল গোপাল। 

প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, প্রায় তিন কিলোমিটার তারা পায়ে হেটে নিয়মিত স্কুলে যাতায়াত করে। তাদের পিতা বিষয়টি সংসদ সদস্যের নজরে নিয়ে আসলে তিনি মনি-মুক্তাকে বাই সাইকেল উপহার প্রদান করেন। 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, এমদাদুল হক মিলন, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি কামাল হোসেন, মনি ও মুক্তার বাবা জয় প্রকাশ পাল, মা কৃষ্ণা রানী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০০৯ সালের ২২আগস্ট দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে জোড়া লাগা অবস্থায় কৃষ্ণা রানীর গর্ভে জন্ম হয় মনি-মুক্তার। চিকিৎসকদের পরামর্শে ২০১০ সালের ৩০ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয় এই দুই বোনকে। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর শিশু হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে মনি-মুক্তাকে আলাদা করে স্বাভাবিক জীবন দেওয়া হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –