• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বোচাগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি খাদ্য ক্রয় কেন্দ্রে চলতি আমন মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সেতাবগঞ্জ ক্রয় কেন্দ্রে চলতি আমন মৌসুমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুন নবী, সেতাবগঞ্জ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দু নাথ রায়, মিল মালিক গ্রুপের সভাপতি মো. ফয়জুল আলম বাবলু চৌধুরী, মিল মালিক ফরহাদ মতিন চৌধুরী, দেলোয়ার হোসেন, আলহাজ আলতাফুর রহমান প্রমুখ।  

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল জানান- চলতি আমন ক্রয় মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ শত ২৫ মে. টন ধান ও ৩৭ টাকা কেজি দরে ১২ হাজার ৬৫ শত মে. টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –