• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ভোক্তা অধিদফতরের অভিযানে ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে সারাদেশে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ের বাজারে ২৭টি টিম এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদফতরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোসহ দেশের মোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদফতর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –