• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

যারা সাম্প্রদায়িকতা করে তারাই ইসলামের শত্রু-নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২  

যারা সাম্প্রদায়িকতা করে তারাই ইসলামের শত্রু-নৌপরিবহন প্রতিমন্ত্রী          
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে কেউ সংখ্যালঘু না। আমরা সবাই এদেশের নাগরিক, সবার সমান অধিকার। যারা সাম্প্রদায়িকতা করে তারাই ইসলামের শত্রু।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) দিনাজপুরের বিরলে উপজেলার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সবসময় মানবতার কথা বলেছেন এবং তিনি বলেছেন, মানবতার উপরে কোন ধর্ম নেই। অথচ সেটাকে বিকৃত করা হয়েছে শুধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এই ভ্রান্ত অসুস্থ চিন্তাভাবনার কারণে বাংলাদেশ কখনও একটি মানবিক দেশ হতে পারে নাই এবং বাংলাদেশ ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। সেই অন্ধকার থেকে আমরা কিন্তু আলোর পথে হাটা শুরু করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও আলোর পথে হাটা শুরু করেছি। প্রত্যেক ধর্মের মানুষের অধিকার এখন নিশ্চিত করা হয়েছে। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে ক্ষমতায় যেতে চায় তারাই হলো আসল সংখ্যালঘু।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আফছানা কাওছার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –