• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

রংপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২ জুন ২০২২  

রংপুরের বদরগঞ্জে কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১২ জুন) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে শত্রুতার জেরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আশরাফুলের বাবা শামসুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২১ জন সাক্ষির সাক্ষ্য ও জেরা শেষে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষি সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত তিন আসামিকে পুলিশি পাহারায় প্রথমে আদালতের হাজতখানায়, পরে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট নয়নুর রহমান টফি জানান, বাদী পক্ষ মামলার রায়ে সন্তোষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী অ্যাডভোকেট জানান, তারা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –