• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে বিনামূল্যে দুধ পেল ৫ শতাধিক মানুষ

প্রকাশিত: ১ জুন ২০২৩  

 
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, দুধ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আমরা দেশের পুষ্টি চাহিদা পূরণে যেমন কাজ করি, তেমনি দেশের বেকারত্ব কমিয়ে আনতেও কাজ করি। সরকার থেকে পৃষ্ঠপোষক পেলে খামারিরা আরো বেশি সফল হবেন। তাতে এ প্রজন্মের শিক্ষিত তরুণরা খামার করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। পুষ্টি চাহিদা যেমন পূরণ হবে, তেমনি বেকারত্ব কমিয়ে আসবে। এ সময় তিনি প্রাণী সম্পদ উন্নয়নে সম্পৃক্তদের খামারিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ও বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, জেলা ধর্ম সম্পাদক দীলিপ চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক সুজন, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –