• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রাসিক মেয়রের ১০ টন মিষ্টিকুমড়া ও ৫০ টন পুঁইশাক বিতরণ

প্রকাশিত: ১২ মে ২০২০  

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। 

সোমবার বেলা ১১টায় মহানগরীর চারটি এলাকায় চারটি ট্রাকে করে সবজি বিতরণ করা হয়। প্রথম দিন ১০ টন মিষ্টিকুমড়া ও ৫০ টন পুঁইশাক বিতরণ করা হয়।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে শহীদ কামারুজ্জামান চত্বরে সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, মেয়রের সহকারী একান্ত সচিব আব্দুল ওয়াহেদ খান টিটু, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –