• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

স্বেচ্ছায় লকডাউন বােচাগঞ্জের বিভিন্ন এলাকা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

‘অটো রিক্সা ও বহিরাগতদের প্রবেশ নিষেধ’ এমন শ্লোগান নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি পাড়ায় সেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসি। 

রবিবার সরজমিনে ঘুরে দেখা যায়, সেতাবগঞ্জ পৌর এলাকার শহীদ পাড়া, মেলাগাছি, লেবার লাইন পাড়া, বড় মাঠ পাড়া , ষ্টেশন পাড়ার কয়েকটি অংশ। করোনাভাইরাস থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এলাকার মানুষদের সচেতন হতেই এমন উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবকরা। 

দেখা যায় বাঁশে আটকানো সাদা কাগজে লেখা রয়েছে ‘অটো রিক্সা ও বহিরাগতদের প্রবেশ নিষেধ। বাহির থেকে আসলে তার শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। রয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা।

এলাকাবাসি বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে অপরিচিত মানুষজন ও বিভিন্ন যানবাহন প্রবেশে বাধা দিতেই এই উদ্যোগ।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আইয়ুব আলী জানান, এটা ভালো উদ্যোগ। সরকার এমনিতেই কারণ ছাড়া এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রন করেছে। একটি বিষয় দিকে খেয়াল রাখতে হবে।জরুরী প্রয়োজনীয় কাজে মানুষ যেন হয়রানি শিকার না হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –