• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হাসপাতালের টাকা আত্মসাৎ, স্বাস্থ্য কর্মকর্তাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুর নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টাকা আত্মসাৎ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে দুদক।

গ্রেফতাররা হলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম, তার অফিস সহকারী সমর কুমার দেব।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাদের গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা।

দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু কিট, চেয়ার, টেবিল, পর্দাসহ বিভিন্ন সরঞ্জাম কেনার নামে পাঁচ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার অফিস সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

আবু হেনা আশিকুর রহমান আরো জানান, এ ঘটনায় প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি আসামিরা হলেন- কুড়িগ্রামের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার গৌরাঙ্গ চন্দ্র, দিনাজপুরের মের্সাস বিদ্যুৎ ট্রের্ডাসের মালিক মো. শফিকুল ইসলাম বিদ্যুৎ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –