• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হিলি বন্দর দিয়ে কমেছে ভুট্টা আমদানি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েক সপ্তাহের তুলনায় কমেছে ভুট্টা আমদানি। আগে প্রতিদিন সাত থেকে ১০ ট্রাক আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে দুই থেকে তিন ট্রাক।

বাজারে দাম কমায় আমদানিতে প্রভাব পড়েছে বলে মনে করছেন আমদানিকারকরা। গত কয়েক সপ্তাহের তুলনায় প্রতিমণ ভুট্টায় ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দাম কমেছে।

আহম্মেদ আলী নামে এক আমদানিকারক বলেন, কয়েক সপ্তাহ আগে ভুট্টার মণ ছিল ১ হাজার ৫২০ টাকা। এখন দাম কমে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। দাম কমার কারণে আমদানি কিছুটা কম হয়েছে। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছে।

ভুট্টা সরবরাহকারী বেলাল হোসেন বলেন, হিলি স্থলবন্দর থেকে আগে প্রতিদিন দুই-তিন ট্রাক ভুট্টা বিভিন্ন ফিডমিলে পাঠাতাম। এখন দিনে এক ট্রাক পাঠাচ্ছি। এর কারণ হলো ফিডমিলগুলো চাহিদামতো ভুট্টা কিনে মজুত করেছে। এর ওপর দেশি ভুট্টা বাজারে উঠতে শুরু করেছে।

জানতে চাইলে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে ভুট্টার আমদানি অব্যাহত আছে। গত কয়েক দিনের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা কমেছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন পাঁচ-সাত ট্রাক ভুট্টা আমদানি হতো। বর্তমানে দুই-তিন ট্রাক আমদানি হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –